মিরসরাই প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর আত্মার মাগফিরাত কামনায় মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কোরআন খাতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১ মে) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ওমর শরীফ, সদস্য সচিব শাহ মোঃ ফোরকান উদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ কামাল উদ্দিন, মোঃ মাহফুজ উদ্দিন চৌধুরী, মোঃ ইসমাইল হোসেন রানা ও মোঃ আরিফ মাঈন উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক নাজমুল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা জাহেদ হোসেন।