মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলার ঝুলনপোল বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৩ ডিসেম্বর) সকালে ওই বাজারের হাজী কামাল উদ্দিন মার্কেটের ২য় তলায় ফিতা কেটে উদ্বোধন করা হয়। ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর সিইও মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোন প্রধান মোঃ নাইয়ার আজম।
ব্যাংক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের মিরসরাই শাখা প্রধান মুহাম্মদ লুৎফুল্লাহিল মাজিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক নুরুল আবছার, ঝুলনপোল বেনিমাধব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার নিজামী, সাবেক শিক্ষক নুরুল মোস্তফা, আউটলেট এর স্বত্ত¡াধিকারী করিম এন্ড ব্রাদার্সের নুরুল করিম রায়হান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, পেশাজীবিসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মো. নাইয়ার আজম বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় আধুনিক ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে ব্যাংকিং সেবা পৌছে দেয়ার জন্য ইসলামী ব্যাংকের নতুন নতুন সেবা কার্যক্রমের একটি অংশ হলো এজেন্ট ব্যাংকিং সেবা। দারিদ্র দুরীকরণ করে উন্নত দেশের কাতারে উপনীত হতে এজেন্ট ব্যাংকিং সেবা ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের ডিজিটাল দেশ গড়ার অংশ হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং কার্যক্রমসহ সেলফিন, এটিএম,সিআরএম সহ ডিজিটাল পদ্ধতিতে নিত্যনতুন ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। তিনি গ্রাহকদেরকে এ সেবা গ্রহণ করার আহবান জানান।