এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রামের মিরসরাইয়ে প্রথমবারের মত প্রতিষ্ঠা পেতে যাচ্ছে স্থানীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামে উচ্চ মাধ্যমিক পর্যায়ের একটি শিক্ষা প্রতিষ্ঠান। অবশেষে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মিরসরাই-সীতাকুন্ড উপজেলার প্রায় দেড়লাখ মানুষের।

শনিবার (২৮ মে) বিকাল সাড়ে ৩টায় উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কমরআলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন নতুন এ কলেজের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে যে কলেজ প্রতিষ্ঠা পেতে যাচ্ছে আমি বিশ্বাস করি আমার দাদার নামে প্রতিষ্ঠিত এফ রহমান স্কুল এন্ড কলেজ যেমন চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, এটি একদিন শ্রেষ্ঠত্ব অর্জন করবে। এটি হবে একটি নান্দনিক কলেজ। এর জন্য দরকার একটি সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা। আর শিক্ষার্থীদের বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা শিখতে স্পোকেন ইংলিশের ব্যবস্থা করা। তারা যেন বাংলার মতো ইংরেজি ভালো বলতে পারে।’

আওয়ামী লীগের প্রবীণ এ নেতা আরো বলেন, ‘হাইতকান্দি এলাকায় আজকে যে কলেজ প্রতিষ্ঠা পেতে যাচ্ছে, আমি মনি করি এটিতে যারা জমি দান করেছেন তাদের অবদান সবচে বেশি। আর আমার নামে কলেজের নাম করণ করায় এলাকার মানুষের প্রতি আমি কৃতজ্ঞ।’

ওইদিন কমরআলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেঝ ছেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য, আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার ইদ্রিস মিয়া সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, অতিরিক্ত সচিব নুরুল আলম, সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূইয়াঁ।

উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বড় ছেলে সাবেদুর রহমান সুমু, মিরসরাই পৌরসভার মেয়র এম গিয়াস উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রদীপ চক্রবর্তী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, ওয়াহেদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আলম দিদার, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, সীতাকুন্ড উপজেলার ১ নং সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম সাইফুল্লাহ দিদার, অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া প্রমুখ।

প্রসঙ্গত, উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের কমরআলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন দুই একর জমিতে প্রতিষ্ঠা পেতে যাচ্ছে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কলেজ। এটির ভবন নির্মাণ থেকে শুরু কওে সমস্ত খরচ নির্বাহ করবে মোশাররফ হোসেন পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত এস রহমান ট্রাস্ট। দেশে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামে প্রতিষ্ঠিত এটিই প্রথম প্রতিষ্ঠান।

এর আগে ১৯৫৯ সালে তাঁর বাবা মরহুম সৈয়দুর রহমান উপজেলার ধূম ইউনিয়নে প্রতিষ্ঠা করেন এফ রহমান স্কুল। যা পরবর্তীতে কলেজে রূপান্তর করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ১৯৭৩ সালে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিজের মরহুমা মায়ের নামে প্রতিষ্ঠা করেন গোলকেরহাট পাঞ্জুমের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়। তাঁর বাবা এস রহমান প্রতিষ্ঠা করেন নিজামপুর সরকারি কলেজ।

এ ছাড়া মিরসরাই কলেজ, বারইয়ারহাট কলেজ ও জোরারগঞ্জ মহিলা কলেজ প্রতিষ্ঠায় যুক্ত ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সর্বশেষ তিনি প্রতিষ্ঠা করেন মিরসরাই পৌরসভা এলাকায় এস রহমান আইডিয়াল স্কুল। বাঙালীর মহান মুক্তি সংগ্রামে অগ্রভাগে থেকে তিনি চট্টগ্রাম ১ নম্বর সেক্টরের সাব সেক্টও কমান্ডার হিসেবে সম্মুখ যুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পর বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মোট ৬বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। দুইবার গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ২০১৯ সালে স্বাধীনতা পদক লাভ করেন।