মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : কাতার ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আনন্দ র‌্যালি করেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার “তিনঘরিয়াটোলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী”।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়া টোলা এলাকায় এই র‌্যালি উদযাপিত হয়।

এসময় টিম লিডার আহমেদ রাকিবের পরিচালনায় এসবএম শহিদ, রেজাউল করিম, রাকিব উদ্দিন, কামরুল, সজিব, শাখাওয়াত রনি, নুরুল্লাহ, আসিফ, নাজমুল বাবু, তারেক, আরাফাত, রুম্মান, হৃদয়, ইব্রাহিমসহ প্রায় ৭০ জন সমর্থক অংশগ্রহণ করেন।

টিম লিডার আহমেদ রাকিব জানান, মাষ্টারবমাইন্ড কোচ লিওনেন স্কোলনির অধীনে বর্তমান আর্জেন্টিনা অত্যন্ত পরিপূর্ণ টিম হিসেবে এবার বিশ্বকাপ যাত্রা শুরু করবে। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকায় এবার বিশ্বকাপে আর্জেন্টিনা টিম বেশ উজ্জীবিত যা আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখবে এবং প্রত্যাশা করি বিশ্বকাপে ৭টি ম্যাচে জয় নিশ্চিত করে ৪৩ ম্যাচ অপরাজিত থেকে এবারের বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা অনন্য রেকর্ড গড়বে।

উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। এবারের আসরে মোট ৩২টি দল অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দলগুলো হলো গ্রুপ এ: কাতার, ইকুয়েডর, নেদারল্যান্ডস, সেনেগাল। গ্রুপ বি: ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ওয়েলস। গ্রুপ সি: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড। গ্রুপ ডি: ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, তিউনিসিয়া। গ্রুপ ই: স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান। গ্রুপ এফ: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া। গ্রুপ জি: ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন। গ্রুপ এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে।