ছবি: ইন্টারনেট    

খোলাবার্তা ডেস্ক : মিরপুরের তালতলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে দিকে তালতলার নাভানা টাওয়ারের পাশে ওই বস্তিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জানিয়েছেন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

আগুনের সূত্রপাত কোথা থেকে ও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখনো আগুন জ্বলছে।