মিজানুর রহমান মিজান, রংপুর অফিস : মঙ্গলবার ৮ জুন দুপুরের দিকে উপজেলার ভাংনি ইউনিয়নের ঘাঘট নদীর বেনিপুর হুলাশুগঞ্জের পূর্ব পাশে বাঁশঝাড়ে আটকা পড়লে এলাকাবাসী দেখে পুলিশে খবর দেয়। ওই নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, অজ্ঞাত ওই নারীর লাশ অন্তত ৪ থেকে ৫ দিন আগের। লাশের পরনে ছিল লতাপাতার ডিজাউন করা প্রিন্টের শাড়ী, খয়েরি রঙের ব্লাউজ ও কমলা রঙের পেডিকোট। ঘাঘট নদী দিয়ে লাশটি ভেসে যাওয়ার সময় নদী পাড়ের একটি বাঁশঝাড়ের গোড়ায় লাশটি আটকা পড়ে। পরে এলাকাবাসী মিঠাপুকুর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান বলেন, তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে লাশটি ৪-৫ দিন আগের। মরদেহটি ফুলে ফেপে উঠেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।