আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জে এক ঝাঁক গুণী শিল্পীদের নিয়ে মঞ্চস্থ হয়েছে সামাজিক নাটক প্রেমের সমাধির তীরে। বুধবার রাত ৯টায় শুরু হওয়া এ নাটকটি শত শত মানুষ উপভোগ করেন।

মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের ভাটবাউর গ্রামে কাদের বক্স পীরের বাৎসরিক উরশের শেষ দিন অনুষ্ঠিত হয় এই নাটক। কালিগঙ্গা নাট্য গোষ্ঠির উদ্যোগে শ্রী নির্মল মুখোপাধ্যায় রচিত প্রেমের সমাধির তীরে নাটকটি পরিচালনা করেন গিয়াস উদ্দিন আহমেদ নান্নু।

এতে অভিনয় করেন, নান্নু মল্লিক, লোকমান মোল্লা, ঝন্টু, পরিতোষ সাহা, তমা, মুক্তিসহ আরও অনেকে। সামাজিক নানা অসঙ্গতি-অনুশাসন এবং নির্মোঘ প্রেমের কাহিনী সম্বলিত এই নাটকটি বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ উপভোগ করেন। সুনিপুণ অভিনয় শৈলির মাধ্যমে মানুষজন চার ঘণ্টাব্যাপী যাত্রাপালাটি আবেগ আপ্লুত ভাবে দর্শন করেন।