আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জে চাঞ্চল্যকর আরিফ শিকদার হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুর ১২টায় আসামির উপস্থিতে এ মৃত্যুদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থাদণ্ডাদেশও দেয়া হয়। এই আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ জয়শ্রী সমদ্দার।
দণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় দৌলতপুর উপজেলার ব্রাম্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে। আর নিহত আরিফের বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়ার গ্রামের ফকির পাড়ায়।
মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ১২ মে সকালে ধামরাই উপজেলার দ্বিমুখা গ্রামে মো. ইউনুছ আলীর মালিকানাধীন সাটুরিয়া উপজেলার বেলতলী এলকার জমিতে কাজ করছিলেন হৃদয় হোসেন মানিক, আরিফ ও বাবুল শেখ। দুপুর দেড়টার দিকে পাশেই শ্যালো মেশিন ঘরে বিশ্রাম নিতে যায় আরিফ ও হৃদয়।
এ সময় পূর্ব শক্রতার জের ধরে তাদের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে হৃদয় তার হাতে থাকা কাচি দিয়ে গলাকেটে হত্যা করে আরিফকে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হৃদয় পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা হৃদয়কে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ আরিফের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহত আরিফের ভাই মনোয়ার শিকদার বাদী হয়ে হৃদয় হোসেন মানিককে আসামি করে সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে সাটুরিয়া থানার এসআই জিয়াউল হাসান ২০২২ সালের ১৭ মে হত্যার মাত্র ৫ দিনের মাথায় হৃদয়কে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর সোমবার দুপুরে আসামির উপস্থিততে এ রায় দেন।
এতে রাষ্ট্রপক্ষ সন্তষ্ট হলেও অসন্তোষ প্রকাশ করেছেন আসামি পক্ষ।
নিহতের ভাই মনোয়ার শিকদার বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট। এ ছাড়া রায় দ্রুত কার্যকরেরও দাবি জানান তিনি।
আসামিপক্ষের আইনজীবী এ কে এম কাইসার বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট হতে পারি নাই। উচ্চ আদালতে আমরা আপিল করব।