সরিষা ক্ষেতের জন্য মানিকগঞ্জ খুবই পরিচিত একটি নাম। দিগন্ত বিস্তৃত মাঠজুড়ে থাকা সরিষা ক্ষেত দেখতে যেতে পারেন জায়গাটিতে। দুই পাশে বিস্তৃত হলুদ ক্ষেতের মাঝে ঠায় দাঁড়িয়ে থাকে সারি সারি খেজুর গাছ। বর্তমান সময়ে সরিষা ক্ষেতগুলোর কোনো কোনো জায়গায় মধুচাষিরা বসেছেন মধু সংগ্রহের জন্য। কুয়াশায় ধূসর প্রান্তর, তাও চারদিকে হলুদের সমাহার। মনে হয় যেন রূপকথার রাজকুমারীর গায়ে হলুদ। প্রজাপতি, মৌমাছি, হলুদিয়া-নীলরঙা পাখি, পোকামাকড় থেকে শুরু করে অনেককিছুই দেখা যায় এই রাজ্যে! সবাই যেন হুমড়ে পড়ে হলুদের ওপর।
দূর থেকে হলুদ আভার আহ্বান। চারদিকে হলুদের সমাহার। এ যেন রূপকথার রাজকুমারীর গায়ে হলুদ। সবাই কনেকে হলুদ দিতে এসেছেন।
রাস্তার দু’ধারে পথে-ঘাটে, মাঠে সরিষা ফুলের মৌ মৌ গন্ধ এবং বিস্তীর্ণ মাঠ জুড়ে উজ্জ্বল হলুদ রঙের সরিষা ফুলের সমারোহ। দৃষ্টিনন্দন এ দৃশ্য দেখে যেনো জুড়িয়ে যায় সবার মন-প্রাণ। – লেখা ও ছবি: আবদুর রাজ্জাক; ঘিওর, মানিকগঞ্জ