ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অডিটরিয়াম এলাকার এ অর্থ বিতরন করা হয়।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়ের ঐচ্ছিক তহবিল থেকে (২০২০-২১ অর্থ বছরে বরাদ্দকৃত) এ অর্থ পেয়ে এলাকার অসহায় দরিদ্র লোকজনের সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মান্নান, সমাজ সেবক আতাউর রহমান দরজী জানু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী ইকবাল বাহার শামীম, ঘিওর প্রেসকাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু প্রমুখ।
৪৪ জন অসহায় লোকজনের প্রত্যেককে ৫ হাজার করে মোট ২ লাখ ২০ হাজার টাকা নগদ বিতরণ করা হয়।