ভান্ডারিয়া প্রতিনিধি : বরিশাল রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামান বলেছেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা দেশের জন্য বোঝা। মাদক ব্যবসায়ী ও মাদকসেবিরা দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করে। বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে সেই দেশে দু- চারজন ছিচকে মাদক ব্যবসায়ীর ভয়ে সবাই মুখ বন্ধ করে থাকলে হবে না। মাদক নির্মূলে সকলকে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
শনিবার সকাল ১১টায় পিরোজপুরের ভান্ডারিয়ায় শেখ কামাল অডিটোরিয়ামে জঙ্গী, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, একজন অভিভাবককে তার সন্তানদের প্রতি নজর রাখতে হবে, তাদের গতিবিধি লক্ষ করতে হবে। শুধু সমাবেশ না, মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়নে যুব সমাজ অগ্রনী ভূমিকা পালন করে। আর সেই যুব সমাজ যদি মাদকাসক্ত হয় তাহলে দেশের উন্নয়ন মুখ থুবরে পরবে। তাই দেশ থেকে মাদককে নির্মূল করতে হবে। মাদক পেলেই পুলিশের পক্ষে থেকে ব্যবস্থা নেওয়া হবে। সমাবেশে
পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহীম এর সঞ্চালনা সমাবেশে আন্যানের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনিরা পারভীন, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান, ভান্ডারিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রশিদ খসরু, জাতীয় পার্টি জেপির সিনিয়র সহ সভাপতি গোলাম সরওয়ার জোমাদ্দার, ভান্ডারিয়া সরকারি কলেজের প্রভাষক রিয়াজ মোরর্শেদ সেরনিয়াবাত সহ বিভিন্ন ইউনিয়নের চেয়াম্যানগণ।