নজরুল ইসলাম শুভ, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ইয়ার ভূইয়া (৫১) নামে মাদকাসক্ত বড় ভাইয়ের মিথ্যা ও বানোয়াট মামলায় হয়রানির শিকার হয়ে সংবাদ সম্মেলনে করেছেন পরিবারের অন্যান্য সদস্যরা।
বৃহস্পতিবার (৩রা জুন) বিকেলে ৩ টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সনমান্দি ইউনিয়নের মৃত ইউনুছ ভূঁইয়ার ছেলে মাদকাসক্ত ইয়ার ভূইয়ার ছোট ভাই মো. কাউছার ভূইয়া (৪০) সংবাদ সম্মেলন করেন।
তিনি জানান, আমার বড় ভাই ইয়ার ভূঁইয়া একজন মাদকাসক্ত। চরলাল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্নানের সহযোগী ইয়ার ভূইয়া (৫১)। মাদক ব্যবসায় বাধা দেয়ায় মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে হয়রানি করছে৷ এতে আমরা সামাজিক ভাবে ভাবমূর্তি সংকটে ভুগছি। আপনাদের মাধ্যমে এই মাদকাসক্তের বিচার দাবি করছি।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইয়ার ভূঁইয়ার বড় ভাই নাজিম উদ্দীন ভূইয়া (৫৭), বড় বোন সুরবানু (৬২), পারভীন (৪৫) ও তাদের সন্তানেরা।