বগুড়া অফিস ও সারিয়াকান্দি প্রতিনিধি : গতকাল শনিবার মরহুম সংসদ সদস্য আব্দুল মান্নানের ৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং সারিয়াকান্দি পৌর নির্বাচানে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে নৌকা মার্কা প্রতীক পাওয়ায় বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কর্তনের আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মমতাজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা , মরহুম সংসদ সদস্য আব্দুল মান্নান সহ মতিউর রহমান মতির জন্য দোয়া কামনা করা হয়। উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগসহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ এর নেতাকর্মীগণ অংশ নেয়।