ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালি হতে ৭শ’ ৭০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। আটক ওই ব্যক্তির নাম রুস্তম ফকির (৫০)। তিনি নাটোরের বাঘাতিপাড়া থানার শিবপাড়া গ্রামের মৃত শুকুর ফকিরের ছেলে।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক মেজর মোঃ খালেদ মাহমুদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে মধুখালির আড়কান্দি গ্রাম হতে রুস্তম ফকিরকে আটক করার পর তার হেফাজতে থাকা ৭শ’ ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি স্যালো মেশিন চালিত আলমসাধু (নছিমন) গাড়ি, মোবাইল ফোন ও সীমকার্ড জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।