নেত্রকোনা প্রতিনিধি : আজ ২৮ ডিসেম্বর সোমবার প্রথম ধাপে নেত্রকোনার মদন পৌরসভার নির্বাচন। প্রথম বারের মত ইভিএম-এর-মাধ্যমে ভোটগ্রহণও অনুষ্ঠিত হবে। ইভিএম এ ভোট দেয়ার বিষয়টি ভোটারদের ধারণা দিতে গত শনিবার সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে এই মক ভোটিং অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর, ১৪ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪জন প্রতিদ্বন্ধিতা করছেন। মেয়র পদে যারা প্রতিদ্বন্ধিতা করছেন তারা হলেন, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সহসম্পাদক সাইফুল ইসলাম সাইফ, বিএনপি মনোনিত প্রার্থী জেলা যুবদল সদস্য মো: এনামুর হক, জাতীয় পার্টি মনোনিত প্রার্থী ক্ষুদিরাম চন্দ্র দাস, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র পৌর বিএনপি’র সাবেক সভাপতি দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক, স্বতন্ত্র প্রার্থী গত নির্বাচনে বিএনপি মনোনিত পরাজিত মেয়র প্রার্থী মাশরিকুর রহমান বাচ্চু ও মদন উপজেলা সম্মিলিত ওলামা পরিষদের সাধারন সম্পাদক হাফেজ আব্দুর রউফ।

এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৮৪১ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৩২৩ ও মহিলা ভোটার ৬ হাজার ৫১৮ জন। অর্থাৎ পুরুষ ভোটারের চেয়ে ১৯৫ জন নারী ভোটার বেশী। বিগত ২০০০ সালের ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই পৌরসভার যাত্রা শুরু হয়। আর ২০০২ সালের ২৬ অক্টোবর প্রথম বারের মত নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু কাঙ্খিত সেবা না পাওয়ায় ভোটারদের মাঝে ব্যাপক ক্ষোভ রয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে আনসার, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খা বাহিনী মোতায়েন করা হয়েছে।