খোরশেদ আলম শিমুল, হাটহাজারী : কুষ্টিয়ায় রাতের আঁধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে হাটহাজারী পৌরসভা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্প্রতিবার রাতে পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহেদ এর নেতৃত্বে মিছিলটি হাটহাজারী কাচারী সড়ক আলি মমতাজ শপিং থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড চত্ত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে শাহেদ বলেন, যারা রাতের আঁধারে চোরের মত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে তারা কখনও সঠিক ইসলামি মতাদর্শের নয়। তারা সেই পাকিস্তানি প্রেতাত্মা বিএনপি-জামাত। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার দুঃসাহস দেখিয়েছে তাই এখন আর প্রতিবাদ নয় তাদের প্রতিহত করতেই ছাত্রলীগ মাঠে নেমেছে।
সাধারণ সম্পাদক তার বক্তব্যে দ্রুত দোষিদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতিও অনুরোধ জানান।
এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্যে রাখেন, হাটহাজারী পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াহিদুল আলম সাকিল, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, জমির উদ্দিন জুয়েল, ইকবাল হোসেন, জাহেদুল ইসলাম সৌরভ, পৌরসভা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ নাজের প্রমুখ। মিছিলে উপজেলা, কলেজ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।