খোলাবার্তা২৪ ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে গেলে ২৭ জন নিহত হয়। তারা সবাই ওই ট্রাক্টরে করে একটি মন্দির থেকে ফিরছিল। দুর্ঘটনায় নিহতদেরর মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু।
শনিবার রাতে উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো ২২ জন আহত হয়। ট্রাক্টরটিতে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিল বলে জানা যায়।
ট্রাক্টর-ট্রলিতে করে হিন্দু তীর্থযাত্রীরা চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পুকুর থেকে একের পর এক মৃতদেহ তুলতে দেখা যায় তাঁদের। পুলিশ এবং স্থানীয়দের চেষ্টায় আহতদের উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার পর শনিবার রাতেই এক টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।
টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, কানপুরে ট্রাক্টর-ট্রলি দুর্ঘটনায় আমি মর্মাহত। যারা তাদের স্বজন হারিয়েছেন তাদের প্রতি শোক এবং যারা আহত হয়েছেন তাদের জন্যে আমার প্রার্থনা রইল।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, কানপুরের এই দুর্ঘটনা হৃদয়বিদারক। এ ধরনের যানবাহন লোকজন নয়, মালামাল পরিবহনেই ব্যবহার করা উচিত।