খোলাবার্তা২৪ ডেস্ক : চারদিকে আর্তনাদ। প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে কেউ কেউ সাঁতার কাটছেন। কেউ বা সেতুর রশি ধরে ঝুলে থাকার চেষ্টা করছেন। কেউ বা ভেঙে পড় সেতুর রেলিং ধরে ঝুলে বেঁচে থাকার চেষ্টা করছেন।
রোববার ৩০ অক্টোবর সন্ধ্যায় ভারতের গুজরাট রাজ্যে এক ঝুলন্ত সেতু নদীতে ভেঙে পড়ার পর এই দৃশ্যই ক্যামেরাবন্দি হয়েছে। সেতু ভেঙে পড়তেই বহু মানুষ সাঁতরে নদী থেকে ডাঙায় ওঠার চেষ্টা করেন। সেতু বিপর্যয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ৯১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও অনেকে।
গুজরাটের মোরবি শহরে মাচ্চু নদীর উপর তৈরি ওই সেতুটি সংস্কারের পর গত ২৬ অক্টোবর চালু করা হয়েছিল। সেতু ভেঙে পড়ার পর প্রাণ বাঁচাতে বহু মানুষকে সাঁতার কাটতে দেখা গিয়েছে। আবার অনেক মানুষকে সেতুর রেলিং ধরে ঝুলে থাকতে দেখা গিয়েছে। সেতুর ভাঙা অংশটি ধরে কোনওরকমে প্রাণটুকু বাঁচানোর চেষ্টা করেছেন অনেকে। যাঁদের মধ্যে দেখা গিয়েছে মহিলা ও শিশুকেও।
ধারণা করা হচ্ছে সেতুটি ভেঙে পড়ার সময় সেখানে প্রায় ৫০০ জন মানুষ ছিলেন। সেতুর উপরে থাকা সকলেই নদীতে পড়ে যান। তাঁদের অনেককেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চলছে উদ্ধারকাজ।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মাচ্চু নদীর উপর ওই ঝুলন্ত সেতুটি ভেঙে পড়ে ওই ঘটনা ঘটে। একসঙ্গে অন্তত ৫০০ জন ওই সেতুতে উঠে পড়ার জেরে এই বিপর্যয় ঘটেছে। মৃতদের মধ্যে ২৫ জন শিশুও রয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সেতুর উপরে যারা ছিলেন, তাদের অধিকাংশই পর্যটক।
প্রধীনমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য এবং পরিস্থিতির দিকে সজাগ নজর রাখার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশ দেয়া হয়েছে
এই ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে গুজরাত সরকার।
টুইটারে এই বিপর্যয়ে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সঙ্গে ফোনে কথা হয়েছে। পুরোদমে উদ্ধারকাজ শুরু হয়েছে।
সোমবার ঘটনাস্থলে পরিদর্শনে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শোকপ্রকাশ করেছেন। – সূত্র: আনন্দবাজার অনলাইন