ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একাধিক মামলার আসামী আওয়ামী লীগ নেতা রাজ্জাক ফকির (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১১টার দিকে মানিকদহ ইউনিয়নের নাজিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রাজ্জাক ফকির হামিরদী ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত আঃ হাকিম ফকিরের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে থাকা অবস্থায় স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সাথে যোগ দেন।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, রাজ্জাক ফকিরের বিরুদ্ধে বাড়িঘরে হামলা, ভাংচুর ও হত্যাচেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মানিকদহ ইউনিয়নের গজারিয়া গ্রামে দীর্ঘদিন যাবত দু’টি দলের মধ্যে বিবাদ চলছে। এর মধ্যে একটি দলের নেতৃত্ব দেন সাবেক পৌর প্যানেল মেয়র ইমদাদুল হক বাচ্চু আর অপর দলের নেতৃত্বে আছেন রাজ্জাক ফকির। উভয়ের দলের মধ্যে প্রায়ই সংঘর্ষসহ বাড়ীঘর ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার এসআই শওকত হোসেন জানান, রাজ্জাক ফকিরের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলাসহ দশটি মামলা রয়েছে। গত প্রায় ছয় মাস তিনি আত্মগোপনে ছিলেন।

ভাঙ্গা উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা বলেন, রাজ্জাক ফকিরকে দলের উপজেলা সাংগঠনিক সম্পাদকের পদ হতে বহিস্কার করা হয়েছে। তবে রাজ্জাক ফকিরের স্ত্রী ঝর্ণা বেগম বহিস্কারের দাবিকে নাকচ করে বলেন, গ্রাম্য দলাদলির মামলায় তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে তাদের প্রতিপক্ষ দলনেতা এমদাদুল হক বাচ্চু বলেন, রাজ্জাকসহ তার লোকেরা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে ছাব্বিশটি কোপ দিয়েছে। তাকে গ্রেপ্তার করায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গ্রামবাসী।