এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম) : মিরসরাইয়ে বড়তাকিয়া রেলওয়ে স্টেশনে দায়িত্ব পালনের সময় কথা কাটাকাটির জের ধরে দুই স্টেশন মাষ্টারের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে বড়তাকিয়া রেল স্টেশনের স্টেশন মাস্টার (ইনচার্জ) শামসুদ্দৌহা ও অপর স্টেশন মাস্টার শেখ আহম্মদ (অতিরিক্ত) আহত হয়েছেন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার মিরসরাই উপজেলার বড়তাকিয়া রেলওয়ে স্টেশনে দায়িত্বরত ছিলেন ইনচার্জ শামসুদ্দৌহা। বিকাল ২টার দিকে দায়িত্ব পালনের জন্যে স্টেশনে ঢোকেন আরেক স্টেশন মাস্টার শেখ আহাম্মদ। সন্ধ্যার দিকে দায়িত্ব পালন নিয়ে এ দুই কর্মকর্তার মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে একে অপরের গালে ঘুষি-ছড় মারতে থাকেন। এসময় উভয়জনই রক্তাক্ত হয়ে আহত হন। পরে স্থানীয় একটি হাসপাতালে তারা চিকিৎসা নেন। ওইদিন ঘটনাটি চট্টগ্রাম রেলওয়ের কর্তৃপক্ষ জানার পর অন্যত্র থেকে স্টেশন মাস্টার পাঠিয়ে স্টেশনের স্বাভাবিক কার্যক্রম সচল রাখে।

এ ঘটনার তদন্তে মঙ্গলবার রাতে একটি তদন্ত কমিটি করেছে চট্টগ্রাম পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা স্নেহাশিষ গুপ্ত। আগামী ৩ দিনের মধ্যে ওই কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দেন তিনি।

পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহণ কর্মকর্তা স্নেহাশিষ গুপ্ত বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। স্টেশনের কার্যক্রম স্বাভাবিক রাখতে অন্যত্র থেকে একজন স্টেশন মাস্টারও পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্তে একটি কমিটিও করা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে ওই কমিটিকে রিপোর্ট দিতেও বলা হয়েছে।’

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের (জিআরপি) ওসি কামরুল হাসান বলেন, ‘এ ধরণের কোন ঘটনা আমাদের জানা নেই। কেউ অভিযোগও দেয়নি।’