খোলাবার্তা২৪ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অধীনে সব উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কমিটি বিলুপ্তির কথা জানানো হয়।
জেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- ব্রাহ্মণবাড়িয়া জেলার সব উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাই গত ৩০ নভেম্বরের সিদ্ধান্তের আলোকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অধীনে সব উপজেলা ও পৌর বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।
শিগগিরই উপজেলা ও পৌরসভার সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি গঠন করা হবে।