আমজাদ হোসেন, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর বেলাবতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে উপজেলার বেকার যুবক ও যুব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৮ জুন মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে এ সেলাই মেশিন বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা। উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ আঃ জলিল সহ প্রমূখ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিন বলেন প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে বেকার যুবক ও যুব মহিলাদের সেলাই মেশিন প্রশিক্ষণর মাধ্যমে সম্পদে পরিণত করা হবে। সেই ধারাবাহিকতায় বেলাবতে (এডিপি) এর অর্থায়নে উপজেলার ২০ জন যুবক ও যুব মহিলাদের মাঝে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।