আমজাদ হোসেন, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর বেলাবতে ডাকাত সন্দেহে এলাকাবাসির গণপিটুনীতে দুই ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তিদ্বয় রায়পুরা উপজেলার লোচনপুরা গ্রামের আতর আলীর ছেলে জুয়েল (৩৫), ও শহীদুল্লাহর ছেলে নাদিম (২৫)। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার জুন রাত পৌনে ৯টায় বেলাব উপজেলার দড়িকান্দি বড়চর সড়কের মধ্যবর্তী স্থানে।

এলাকাবাসি জানান, ঘটনার সময় রাতে বিভারটেক অটোযোগে দড়িকান্দি থেকে কয়েকজন লোক বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে উল্লেখিত স্থানে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা নিহত দুই যুবকসহ ৪ জন তাদের গতিরোধ করে।

এ সময় তাদের ডাকচিৎকারে আশেপাশের শত শত লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় গণপিটুনীতে ঘটনাস্থলেই জুয়েল ও নাদিম নামে দুই যুবক নিহত হয়।

এ ব্যাপারে এডিশনাল এসপি (অপরাধ) মোঃ শাহেব আলী পাঠান বলেন, দড়িকান্দি এলাকার খাইলাবন্দ নামক স্থানে গণপিঠুনিতে দুইজন লোক নিহত হয়েছে এমন খবর শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি এবং সঠিক কারণ অনুসন্ধান করার চেষ্ঠা করছি।