বগুড়া অফিস : বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’২০২০ “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে নির্বাচিত ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান ও আলোচনা সভা বুধবার সকাল ১১টায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষযক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে উপপরিচালক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। বগুড়ার নবনির্বাচিত ৫জন জয়িতা হলেন, বগুড়া সদর উপজেলার বাসিন্দা সাবিয়া সাবরিনা (পিংকী ) সরকার ও সুরাইয়া সাইদ, ধুনট উপজেলার স্কুল শিক্ষক মোছাঃ ফৌজিয়া হক বীথি ও নূর বানু এবং নন্দীগ্রামের বুলবুলি রানী বর্মণ। তাদের প্রত্যেককে সনদ পত্র ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানান ডিসি জিয়াউল হক।

সভায় ডিসি বলেন, জীবন সংগ্রামে অনেক বাধা বিপত্তি পেরিয়ে যারা সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা নারী সমাজের মডেল। তাদেরকে অনুসরন করে ভবিষ্যতে অনেক নারী জয়িতার আসন দখল করবেন এমন প্রত্যাশা সকলের। উক্ত ৫ জয়িতা রাজশাহী বিভাগীয় পার্যায়ে অংশ নেবেন।