মোঃ কামরুজ্জামান ভূঁইয়া, নোয়াখালী : আগামীকাল বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। স্বতন্ত্র প্রার্থীসহ চার জন প্রার্থী থাকলেও মূলত আওয়ামী লীগ প্রার্থী শাহনাজ বেগম ও বিএনপি প্রার্থী মঞ্জুরুল আজিম সুমন নির্বাচনী মাঠে ব্যাপক প্রচারনা করেছেন। দুইজনেই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
জানা যায়, ২০১৯ সালের ৩১শে মার্চ এ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক বাদশা নির্বাচিত হয়। গত ২৭শে সেপ্টেম্বর হঠাৎ তার আকষ্মিক মৃত্যুতে এ পদটি শূণ্য হয়। নির্বাচন কমিশনার ১০ই ডিসেম্বর এ পদে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। সাবেক চেয়ারম্যান ওমর ফারুক বাদশার স্ত্রী শাহনাজ বেগম নৌকা প্রার্থী। অপর দিকে জেলা যুবদলের সভাপতি, যুবদল চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন ধানের শীষ প্রার্থী। ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৬ হাজার। এতে ১৪৬টি কেন্দ্র রয়েছে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
জেলা সিনিয়র নির্বাচন কমিশনার রবিউল আলম জানান, নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। র্যাব, পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি ও র্যাবের ৬টি টিমের পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ মাঠে থাকবে। এ নির্বাচন ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে।