বীর মুক্তিযোদ্ধা, বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এএইচএম গোলাম জাকারিয়া খান রেজা (৭০) দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার শহরের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে রেখে গেছেন। শহরের করোনেশন স্কুল ও কলেজ মাঠ এবং সদরের নিজ গ্রাম ধাওয়াকোলায় জানাযা নামাজ শেষে রাতে পারিাবরিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বুধবার বাদ জোহর তার গ্রামের বাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে অবিভক্ত সদর থানা বিএনপির সাবেক সভাপতি সরকার বাদল ও মাফতুন আহমেদ খান রুবেল গভীর শোক প্রকাশ করেছেন। – বগুড়া অফিস