খোলাবার্তা২৪ ডেস্ক : বিয়ের পর প্রথম সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী কাজল আগরওয়াল।

গত ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেন দক্ষিণ ভারতের জনপ্রিয় এই অভিনেত্রী। বিয়ের পর এবার নতুন তামিল সিনেমায় চুক্তি সেরেছেন তিনি। খবর ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের।

টাইমস অব ইন্ডিয়ার বরাতে ফিল্মিবিট ডটকমের খবরে বলা হয়, কল্যাণ পরিচালিত ‘ঘোস্টি’ সিনেমার সঙ্গে চুক্তি সেরেছেন কাজল। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশার মনযোগ দিচ্ছেন কাজল।

সিনেমায় চুক্তিবন্ধ হওয়ার খবর যদি সত্যি হয় তবে, বিয়ের পর কাজলের প্রথম সিনেমা এটি।

একটি ঘনিষ্ঠ সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছে, ‘এটি নায়িকানির্ভর ফ্যান্টাসি হরর কমেডি হবে। বিয়ের পর প্রথম কাজল এ সিনেমার সঙ্গে চুক্তি করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

জানা গেছে, নির্মাতারা সিনেমাটিতে ২৩-২৪ জন কৌতুকাভিনেতাকে নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন যোগী বাবু, মোত্তাই রাজেন্দ্রন, ঊর্বশী, শ্রীমান, দেবদর্শিনী ও টনি।

এছাড়া অতিথি চরিত্রে একজন খ্যাতনামা নায়কের সন্ধানেও রয়েছেন নির্মাতারা।