আকরাম হোসাইন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবারের তিন প্রতিবন্ধি সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছে দিনমজুর সাইফুল ইসলাম।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জামতৈল গ্রামের দিন মজুর সাইফুল ইসলামের চার সন্তানের মধ্যে তিন সন্তানই দৃষ্টি প্রতিবন্ধি। তাদের নিয়ে মানবেতর জীবনযাপন করছে। অন্ধ প্রতিবন্ধি ছেলে সোহেল রানা (৩০) মেয়ে সোনিয়া খাতুন (২৮) ও ছখিনা খাতুন (২৫)।
সাইফুল ইসলামের স্ত্রী ফজি বেগম বলেন, জন্মের পরে তারা স্বাভাবিকই ছিলো কিন্তু তাদের বয়স যখন ৬/৭ বছর পার হয় তারপরেই তারা ধীরে ধীরে অন্ধ হতে থাকে। এরপরে তাদের চোখের চিকিৎসার জন্য ঢাকাসহ বিভিন্ন চক্ষু হাসপাতালে নেওয়া হলেও সব হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগণ জানান, তাদের চোখের চিকিৎসা করে কোনো উপকার হবে না। তাদের চোখ আর স্বাভাবিক হবে না। তখন তারা চোখের জন্য শুধু ঔষধ সেবন করতে থাকে। এক পর্যায়ে বেশি ঔষধ খাওযার ফলে তাদের দেহ অস্বাভাবিক মোটা হতে থাকে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সাইফুল ইসলামের বড় ছেলে ফরিদুল সুস্থ থাকলেও পরিবারের এই দূর্দশা রেখেই তিনি তার স্ত্রীকে নিয়ে ঢাকায় চলে যান। এমনকি তিনি এখন তার পরিবারের কোনো খোঁজ খবরই রাখেন না।
এদিকে সন্তানদের চিকিৎসা করতে গিয়ে রাজমিস্ত্রীর হেলপার (দিনমজুর) সাইফুল ইসলাম তার শ্বশুর বাড়ি থেকে পাওয়া এক বিঘা ফসলি জমিও বন্দকি রেখে এখন দিশেহারা। পরিবারের এই সংকটাপন্ন অবস্থা থেকে পরিত্রাণের জন্য সাইফুল ইসলাম ও তার স্ত্রী ফজি বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, কিভাবে চালাবো আমাদের সংসার। সমাজের বিত্তশালী ব্যক্তিগণ যদি আমাদের পরিবারের প্রতি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমরা আমাদের সন্তানদের নিয়ে খেয়ে বেঁচে থাকতে পারতাম। একটি অসহায় পরিবারকে সহযোগীতা করার জন্য তাদের কাছে স্ব-শরীরে যেতে পারেন অথবা বিকাশ পার্সনাল-০১৭৭১-২১৭২২৪ (দিনমজুর সাইফুল ইসলাম) নাম্বরে আপনিও একটু সাহায্য-সহযোগিতা করতে পারেন।