নিজস্ব প্রতিবেদক : বিজয় দিবস উপলক্ষে ঐকতান সংঘের আলোচনা সভা ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দক্ষিণ পশ্চিম জোয়ার ঐকতান সংঘের উদ্যোগে আয়োজিত মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

সংগঠনের সভাপতি আব্দুর রহিম বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অহিদুর নবী শোভনের সঞ্চালনায় এ সময় প্রধান বক্তা ছিলেন, মিরসরাই উপজেলা আওয়ামিলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন কামরুল।

বিশেষ অতিথি ছিলেন উদয়ন ক্লাবের সভাপতি মো. সালাউদ্দিন, ইউপি সদস্য শহীদ উল্লাহ মেম্বার, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক শেখ আক্তার হোসেন, যুবলীগ নেতা আলাউদ্দিন আলো।