নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে মিরসরাইয়ের অন্যতম বিনোদন কেন্দ্র আরশিনগর ফিউচার পার্কে নানা আয়োজন করা হয়েছে। দুই যুগের পাকিস্তানি শাসনের অবসান ঘটিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল যে বাংলাদেশ, ১৬ই ডিসেম্বর তার ৪৯ বছর পূর্তি উদযাপন করেছে জাতি। বাঙালির এই বিজয় এসেছিল অনেক রক্ত ঝরিয়ে, শোষণ-বঞ্চনা আর যন্ত্রণার শেষে লাখো মানুষের আত্মাহুতি ও বাংলা মায়ের আত্মদানের বিনিময়ে।
৪৯ বছরের পথচলায় এগিয়ে চলেছে বাংলাদেশ। স্বাধীনতার পর ‘তলাবিহীন ঝুড়ির’ দেশ আখ্যায়িত করে যারা অপমান করেছিল, সেই তাদের কণ্ঠেই এখন বাংলাদেশের অগ্রগতির প্রশংসা। দারিদ্র্য আর দুর্যোগের বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের পথে।বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবসটি সারাদেশের ন্যায় মিরসরাইয়ের আন্দনিক বিনোদন কেন্দ্র বলে পরিচিত আরশিনগর ফিউচার পার্কে বেশ জমকালো আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীর উপচেপড়া ভীড় ছিল। এদিন দর্শনার্থীদের জন্য প্রবেশ ফ্রি ১০০ টাকা বহাল থাকলেও দুইটি টিকেটের সাথে একটি টিকেট ফ্রীতে দেওয়া হয়েছে। মেম্বারশিপদের জন্য সকল কিছুতে ২০% ডিসকাউন্ট। এ ছাড়াও ছিল পরিচিতি সভা ও দেশ বরণ্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খানাপিনা। দিনব্যাপী এ আয়োজনে খানাপিনার জন্য বাহিরে ছুটতে হয়নি। অরকিস রেষ্টুরেন্টে ১০১ আইটেম দিয়ে বুফে খাওয়া মিলেছে মাত্র ৭৭৭ টাকায়।শিশু-কিশোরদের জন্য পার্কে বিরাজমান নানানরকম রাইড গুলোতেও দিবসটি উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।