খোলাবার্তা২৪ ডেস্ক : জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির সাতজন সংসদ সদস্য। তাদের মধ্যে পাঁচজনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

রোববার সকালের দিকে বিএনপির পাঁচজন সংসদ সদস্য জাতীয় সংসদ ভবনে গিয়ে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগ পত্র দিয়েছেন।

এরপর স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেছেন, বিএনপির সাতজন সদস্যের পদত্যাগপত্র পেয়েছি। তাদের মধ্যে পাঁচজন নিজেরাই এসেছিলেন।

তিনি বলেন, যে পাঁচজন পদত্যাগপত্র নিয়ে এসেছেন, তাদের আসন শূন্য হয়ে গেছে। বাকি দুটি আবেদনের ব্যাপারে যাচাই-বাছাই করে দেখা হবে যে, তারাই পদত্যাগপত্র পাঠিয়েছেন কিনা, তা সংসদ সচিবালয় খোঁজ নেবে।

তিনি জানান, সংশ্লিষ্ট আসনগুলো শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করবে।

নিয়ম অনুযায়ী, জাতীয় সংসদের কোন আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার কথা রয়েছে।

এর আগে শনিবার গোলাপবাগ মাঠে ঢাকা বিএনপির বিভাগীয় সমাবেশে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন দলটির এমপিরা।

রোববার সকালে সংসদ ভবনের সামনে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, আপনারা জানেন, বিএনপির সাতজন সংসদ সদস্য সংসদে গিয়েছিলাম দলের সিদ্ধান্তে। গতকাল (শনিবার) ১০ ডিসেম্বরের জনসভা থেকে যে ১০টা গাইডলাইন আমাদের দেয়া হয়েছে, সেখানে প্রথম যে নির্দেশনা ছিল আছে সংসদ ভেঙ্গে দেয়া এবং সংসদ থেকে পদত্যাগ করা এবং নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দেয়া। সংসদ ভেঙ্গে দেয়ার যে দাবি আমাদের দলের, তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরা সাতজন সংসদ সদস্য সংসদ থেকে পদত্যাগ করলাম।

সংসদ সদস্য জিএম সিরাজ বলেছেন, আপনারা জানেন যে, পার্লামেন্টে গত চারবছর ধরে বিরোধী দল বলতে শুধু আমরা এই সাতজনই ছিলাম। আর যে বিরোধী দল নামকাওয়াস্তে আছে, তারা তো পোষা বিরোধী দল।

সর্বশেষ জাতীয় নির্বাচনে বিএনপির ছয়জন প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। সংরক্ষিত নারী আসনে তারা একটি আসন পান।

বিএনপির যে সংসদ সদস্যরা আজ পদত্যাগ করলেন, তারা হলেন-

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি আমিনুল ইসলাম; ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান; বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন, বগুড়া-৬ আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ ও সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা।

তবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আবদুস সাত্তার ভূঞা অসুস্থ থাকায় তাদের পক্ষে পদত্যাগপত্র নিয়ে এসেছিলেন বাকি এমপিরা। সেই দুটি আবেদনপত্র যাচাই-বাছাই করার কথা জানিয়েছেন স্পিকার।