সোমবার গত ১৯ ডিসেম্বর ২০২২ রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশের রাষ্ট্রকাঠামো মেরামতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যে ২৭ দফা রূপরেখা দিয়েছে তাতে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।
আজ ২০ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার সকালে গণতান্ত্রিক বাম ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিএনপির ২৭ দফা রূপরেখা পর্যালোচনা করে এ সমর্থন ব্যক্ত করেন জোটের নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) এর সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম ও পিডিপি’র মহাসচিব হারুন আল রশীদ খাঁন।
সভায় গণতান্ত্রিক বাম ঐক্য নেতৃবৃন্দ রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে যুগপৎ আন্দোলন-সংগ্রাম করার নীতিগত সিদ্ধান্ত নেন এবং আগামী ৩০ ডিসেম্বরের গণমিছিলে জোটের পক্ষ থেকে শামিল হওয়ার সিদ্ধান্ত নেন। – বিজ্ঞপ্তি