মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে ৩৫টি উন্নয়ন প্রকেল্পর কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) বারইয়ারহাট পৌরসভার মেয়র মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
প্রকল্পগুলো হলো- ১,৯৯,৯৯,৬৪৯ টাকা ব্যয়ে জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলার জন্য বারইয়ারহাট পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নের জন্য (পুরাতন ট্রাংক রোডের পূর্বপাশে) আর.সি.সি ড্রেন নির্মাণ। ৯,২৬,৯৫৯ টাকা ব্যয়ে বারইয়ারহাট পৌরসভাধীন আবরার মসজিদের সামনে বাগান নির্মাণ। ৪৮,৯৪,১৩৬ টাকা ব্যয়ে বারইয়ারহাট পৌরসভাধীন শান্তিরহাট সড়কের পাশে আফসারের বাড়ী হতে মহি উদ্দিন বাবুল মিয়ার বাড়ী পর্যন্ত ড্রেন নির্মাণ। ২৪,২৭,৮৪০ টাকা ব্যয়ে ০১নং ওয়ার্ডস্থ আবুল বশর মিয়াজী সড়ক ডেন্জ কার্পেটিং দ্বারা পুনর্বাসন কাজ। ২১,৮২,৯৩৫ টাকা ব্যয়ে ০১নং ওয়ার্ডস্থ উত্তর সোনা পাহাড় জামে মসজিদ সড়ক আরসিসি দ্বারা পুনর্বাসন কাজ। ১৫,৪০,৬৮০ টাকা ব্যয়ে ০২নং ওয়ার্ডস্থ শেখ আহাম্মদ বাড়ী সড়ক আরসিসি দ্বারা পুনর্বাসন কাজ। ১৪,০৪,৩৪৭ টাকা ব্যয়ে ০২নং ওয়ার্ডস্থ সুলতান আহাম্মেদ ফরাজী সড়ক আরসিসি দ্বারা পুনর্বাসন কাজ। ১২,২২,৯৪৫ টাকা ব্যয়ে ০৩নং ওয়ার্ডস্থ আবুল কাশেম মিয়ার বাড়ীর সড়ক আরসিসি দ্বারা পুনর্বাসন কাজ। ১৬,৪০,০৪৯ ৩নং ওয়ার্ডস্থ আবুল কালাম ভান্ডারী বাড়ীর সড়ক আরসিসি দ্বারা পুনর্বাসন কাজ। ২১,০৫,৫৯৫ টাকা ব্যয়ে ০৪নং ওয়ার্ডস্থ আলী হায়দার বাড়ীর সড়ক আরসিসি দ্বারা পুনর্বাসন কাজ। ২,৬৮,৯৩৭ টাকা ব্যয়ে ০৫নং ওয়ার্ডস্থ ডাঃ আহাম্মদ ছোবহান বাড়ীর সড়ক আরসিসি দ্বারা পুনর্বাসন কাজ। ১৩,৮১,০৩৪ টাকা ব্যয়ে ০৫নং ওয়ার্ডস্থ ফারুক বাবুল মিয়ার বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা পুনর্বাসন কাজ। ১৪,৭২,০৪৪ টাকা ব্যয়ে ০৫নং ওয়ার্ডস্থ নাফিত বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা পুনর্বাসন কাজ। ৯,৮৫,০৫৩ টাকা ব্যয়ে ০৫নং ওয়ার্ডস্থ রামলোচন মহাজন বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা পুনর্বাসন কাজ। ৫,৬৭,৩০৮ টাকা ব্যয়ে ০৫নং ওয়ার্ডস্থ ইব্রাহিম সওদাগর বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা উন্নয়ন কাজ। ৬,২৮,৯৫১ টাকা ব্যয়ে ০৬নং ওয়ার্ডস্থ ওবায়দুল হক মেস্ত্রী। ৬,২৮,০৫৪ টাকা ব্যয়ে খন্দকার বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা পুনর্বাসন কাজ। ৮,৮২,৫০৯ টাকা ব্যয়ে ০৬নং ওয়ার্ডস্থ কবির আহাম্মদ মিয়াজী বাড়ী রাস্তা আরসিসি দ্বারা পুনর্বাসন কাজ। ৭,৮৮,৩৭১ টাকা ব্যয়ে ০৭নং ওয়ার্ডস্থ সামছুল হক মিয়াজী বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা পুনর্বাসন কাজ। ৬,৯৪,১৪১ টাকা ব্যয়ে ০৭নং ওয়ার্ডস্থ ভোলা মিয়ার বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা পুনর্বাসন কাজ। ১০,৪৫,৩৪৭ টাকা ব্যয়ে ০৮নং ওয়ার্ডস্থ কেরানী বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা পুনর্বাসন কাজ। ২২,০৫,৭৩৬ টাকা ব্যয়ে ০৮নং ওয়ার্ডস্থ আজি মহাজন বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা পুনর্বাসন কাজ। ১৫,৯৯,৩০৫ টাকা ব্যয়ে ০৯নং ওয়ার্ডস্থ হাজী নুর হোসেন মিয়ার বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা পুনর্বাসন কাজ। ১১,১৪,৬০৬ টাকা ব্যয়ে ০৩নং ওয়ার্ডস্থ সারেং বাড়ীর সড়ক আরসিসি দ্বারা পুনর্বাসন কাজ। ৯,৯১,৭৪৩ টাকা ব্যয়ে ০৯নং ওয়ার্ডস্থ জামশেদ আলমের বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা পুনর্বাসন কাজ। ৪৯,০৮,৪৩৩ টাকা ব্যয়ে ০৮ ও ০৯ নং ওয়ার্ডস্থ আজিজ উল্ল্যাহ রোড হতে মহাজনহাট স্কুল এন্ড কলেজ রোড পর্যন্ত সংযোগ রোড ডেন্জ কার্পেটিং দ্বারা পুনর্বাসন কাজ। ১২,৭২,৯০০ টাকা ব্যয়ে ০৯নং ওয়ার্ডস্থ শেখ কলিম উদ্দিন কারী সাহেবের বাড়ীর মসজিদের পুকুরের প্যালাসাইডিং ওয়াল, ড্রেন, ও রাস্তা পুনর্বাসন কাজ। ৮,৯৪,৭৩৩ টাকা ব্যয়ে ০৬নং ওয়ার্ডস্থ এছাক মেস্ত্রী বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা পুনর্বাসন কাজ। ১৭,৯২,২৭০ টাকা ব্যয়ে ৯নং ওয়ার্ডস্থ জামালপুর হাফেজুল উলুম মাদ্রাসার প্ল্যাট ফরম আরসিসি দ্বারা উন্নয়ন কাজ। ৬,১১,৭৮২ টাকা ব্যয়ে ০৫নং ওয়ার্ডস্থ ভোলানাথ শর্মা রোড বি.এসএস দ্বারা উন্নয়ন কাজ। ৬,৯০,৮৫৫ টাকা ব্যয়ে ০৭নং ওয়ার্ডস্থ আক্তারুজ্জামান বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা উন্নয়ন কাজ। ৭,৭৯,০৫০ টাকা ব্যয়ে ০২নং ওয়ার্ডস্থ ফরাজী বাড়ী রোড কার্পেটিং দ্বারা পূনর্বাসন কাজ। ২,২৬,৩৫৬ টাকা ব্যয়ে ০৭নং ওয়ার্ডস্ত আবদুল কুদ্দুস, জিন্নাত আলী ভূঁইয়া, হাসান আলী মিয়াজী বাড়ী রাস্তা বিএফএস দ্বারা উন্নয়ন কাজ। ৮,৯৩,২২৬ টাকা ব্যয়ে ০২নং ওয়ার্ডস্থ জোরারগঞ্জ থানা রোড হতে মাঈন উদ্দিন পেট্রোল পাম্প পর্যন্ত বিএসএস কাজ। ৯,০৬,৩০৮ টাকা ব্যয়ে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের গেইট নির্মাণ। সর্বমোট ৬ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার ১৮৭।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, উপজেলা প্রকৌশলী মো. কামরুজ্জামান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূঁইয়া সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর কর্মকর্তাগণ।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, সারা দেশে একমাত্র মিরসরাই উপজেলায় দু’টি পৌরসভা আছে। মিরসরাইয়ের উন্নয়নের স্বার্থে আমি পৌরসভাগুলো প্রতিষ্ঠা করেছি। বর্তমান সরকারের সময়ে সারা দেশের ন্যায় মিরসরাইতেও ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ হয়েছে। পৌরসভার উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।