আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘিওর উপজেলার বানিয়াজুরী সরকারি স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা এ শিক্ষা সফরে অংশগ্রহণ করেন।

আজ শুক্রবার সাভারের আশুলিয়ায় ফ্যান্টাসী কিংডম পার্কে দিনব্যাপী এ শিক্ষা সফর ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

শিক্ষা সফরে উপস্থিত থেকে নেতৃত্বে দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আওলাদ হোসেন, প্রভাষক মোঃ তারা মিয়া, সিনিয়র শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, সহকারী শিক্ষক কামরুন নাহার, অভিভাবক সাংবাদিক আবদুর রাজ্জাক প্রমুখ।

এই দিন সকাল ৮ টায় শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ সকলের জন্য দোয়া কামনা করে যাত্রা শুরু করা হয়। সন্ধ্যার দিকে সবাই বাড়ি ফিরে।

এ শিক্ষা সফরকে সফল করতে যারা সময় শ্রম দিয়ে বাস্তবায়ন করেছেন তাদের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অভিভাবকবৃন্দ।