বাঘারপাড়া প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধ ও জনগণকে সতর্ক করতে বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া বাজারে বাঘারপাড়া থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরন করা হয়েছে।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিনের নেতৃত্বে এ মাস্ক বিতরনে সার্ভিক সহোযোগিতা করেন,
নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবলু কুমার সাহা, নারিকেলবাড়ীয়া বাজার বনিক সমিতির সভাপতি সার্জেন্ট জাহাঙ্গীর আলম (অবঃ), নারিকেলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগ নেতা ইমরান হোসেন সহ বাজারের কিছু ব্যবসায়ীরা।
উল্লেখ্য, ভ্যানচালক, দোকানদার, বাসচালক, বাসের যাত্রীসহ পথচারীদের মাঝে এই মাস্ক বিতরন করেন বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিনের নেতৃত্বাধীন টিম।
পরিশেষে অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন সকলকে সতর্ক করেন ও সকলের উদ্দেশ্য বলেন,সবাই নিয়মিত মাস্ক ব্যবহার করুন,সামাজিক দুরত্ব বজায় রাখুন,নিজে সুরক্ষিত থাকুন,অন্যকেও সুরক্ষিত রাখুন।