বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়ায় রাতের অন্ধকারে উপজেলা যুবলীগের সভাপতি নাসিম মাহামুদের অর্ধশত আমের গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতের কোনো এক সময় উপজেলার পাঁকা ইউনিয়নের চকগোয়াস মাঠের একটি জমিতে থাকা এই গাছগুলো কেটে দেওয়া হয়।
ক্ষতিগ্রস্থ যুবলীগ নেতা নাসিম মাহামুদ বলেন, নিজের দেড় বিঘা জমিতে দুই বছর আগে বাণিজ্যিক ভিত্তিতে বারী-৪ জাতের অর্ধশত আমের চারা গাছ রোপণ করেছিলেন। সঠিক পরিচর্যায় গাছগুলো সুন্দর ডালপালা হয়ে উঠেছিলো কিন্তু এক রাতেই সেগুলো কেটে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গাছের সাথে মানুষের এটা কেমন শত্রুতা আর কেমনই বা প্রতিশোধ আমি বুঝতে পারছিনা।
বাগাতিপাড়া মডেল থানার ওসি নাজমুল হক বলেন, এ ব্যাপারে থানায় এখনো কোনো অভিযোগ আসেনি।