বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়ায় বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জামনগর ইউনিয়নের দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন। এস আই বিট অফিসার তারিক বিন খালিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাগাতিপাড়া মডেল থানার ওসি নাজমুল হক এবং বিশিষ্ট সমাজ সেবক শাহ আলম। প্রধান বক্তার বক্তব্য দেন ইন্সপেক্টর তদন্ত আবু সাদাদ। এবং এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন আঃ রশিদ ও আদিবাসী কল্পনা সরেন প্রমূখ।