বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়ায় বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় ৫ জয়িতাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর।
বুধবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমী হল রুমে বেগম রোকেয়া দিবস-২০২০ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়। সফল জননী নাছিমা বেগম, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী বিউটি খাতুন, শিক্ষা ও চাকুরীতে রোখসানা পারভীন, সমাজ উন্নয়নে আশরাফী বানু, নির্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্যোমে জীবন গড়তে সঞ্চিতা খাতুনকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল প্রধান অতিথি থেকে ক্রেস্ট ও সনদ তুলে দেন। ইউএনও প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, নারী ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, উপজেলা আ’লীগ সহসভাপতি নূরুল ইসলাম ঠান্ডু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার প্রমুখ।