বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়ায় বিপুল সংখ্যক পুলিশ ও এক নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নূরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়ে বেলা ১০ টায় এই সভা শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ লালপুর- বাগাতিপাড়া আসনের সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন একই আসনের বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান।
অনুষ্ঠান চলাকালীন এক পর্যায়ে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন এক অডিও বার্তায় নেতা কর্মীদের কমিটি গঠনের দিক নির্দেশনা প্রদান করেন।
এদিকে শনিবার সকাল থেকেই নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থাকা বাগাতিপাড়ার সহকারী কমিশনার ভুমি নিশাত আনজুম অনন্যা ও নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহসিন এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অনুষ্ঠান স্থলের আশেপাশে অবস্থান নেয়। বর্ধিত সভায় দলের সকল নেতাকর্মী এমনকি গণমাধ্যম কর্মীদেরকেও বিশেষ নিরাপত্তা দরজা (মেটাল ডিটেক্টর) এর ভিতর দিয়ে পরীক্ষা করে হল রুমে প্রবেশ করানো হয়। এসব বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে দায়িত্বপালনকারী নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহসিন জানান, বিশেষ কোন কারণ নেই ঘটনার সার্বিক বিবেচনায় এখানে ৬০জন পুলিশ মোতায়েন করা হয়েছে।