আবু বাককার সুজন, বাগমারা প্রতিনিধি : বাগমারার হাটগাঙ্গোপাড়ায় সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড রাজশাহীর ডেপুটি জেনারেল ম্যানেজার তৌহিদুল হক। বিশেষ অতিথি ছিলেন হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম মাহবুবুর রহমান।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় ব্যাংকের ভবানীগঞ্জ শাখার ম্যানেজার মাসুদ আহম্মেদের সভাপতিত্বে এবং আত-তিজারা কেএসএস লিমিটেডের বিনিয়োগ প্রকল্প পরিচালক দুরুল হুদার সঞ্চালনায় বক্তব্য রাখেন- গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও এজেন্ট ব্যাংকিং এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যাংকার আব্দুস সামাদ প্রমুখ। শেষে দোয়া পরিচালনা করেন হাটগাঙ্গোপাড়া হাফেজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ।