বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতায় এবং বাগমারা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে শনিবার সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে সারা দিনব্যাপী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাগমারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস.এম মাহবুবুর রহমান, বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ, বাগমারা উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, দ্বীপপুর ইউপির চেয়ারম্যান মকলেছুর রহমান দুলাল, বাগমারা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের এলএসপি নুরুজ্জামান বাবু ও সাইদুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত বিভিন্ন স্টল পরিদর্শন ও উদ্বোধন ঘোষণা করেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ। এবারের প্রদর্শনীতে বিভিন্ন জাতের গরু, ছাগল, মহিশ, ভেড়া, ঘোড়া, মুরগী ও কবুতরসহ ৩২টি স্টল স্থান পেয়েছে।