বাগমারা প্রতিনিধি : বাগমারার নানসর বাজারে ডাচ্-বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে এ শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপপুর ইউনিয়নের নানসর বাজারের মাদ্রাসা মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ এন্ড নাসা বাংলাদেশ লিমিটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে ও দ্বীপপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুস সাত্তারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর রাজশাহী রিজিওনাল হেড রেজওয়ানুর রহমান, এরিয়া ম্যানেজার শরিফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান দুলাল, কাউন্সিলর প্রভাষক শরিফুল ইসলাম তুহিন, নানসর বাজার কমিটির সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমান, সোনার বাংলা সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম ও নদী ডেভেলপমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক শরিফ উদ্দিন প্রমূখ।
আলোচনা সভা শেষে হুলিখালি বাঁধেরহাটে মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ এন্ড নাসা বাংলাদেশ লিমিটেড গ্রুপের আরো একটি শো-রুম উদ্বোধন করা হয়।