মিরসরাই প্রতিনিধি : বাংলাদেশের ডেইরী আইকন নির্বাচিত হয়েছেন নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রকিবুর রহমান টুটুল। প্রাণিসম্পদ অধিদপ্তর নাহার ডেইরি ফার্মকে দেশের আইকনিক ডেইরি ফার্ম হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বুধবার (১ জুন) বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ঢাকা কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ খাতের সফল খামারি ও প্রতিষ্ঠান হিসেবে নাহার ডেইরীকে ‘ডেইরি আইকন’ পুরস্কৃত করেছেন।
নাহার এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রকিবুর রহমান টুটুলের হাতে ‘ডেইরী আইকন’ এর ক্রেস্ট, সাটিফিকেট তুলে দেন শ.ম রেজাউল করিম। রকিবুর রহমান টুটুল ডেইরী আইকন নির্বাচিত হওয়ায় আনন্দিত মিরসরাইবাসী।
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের নলখো এলাকায় গড়ে তুলেছেন দেশের সর্ববৃহৎ ও অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত নাহার ডেইরী ফার্ম।
এ ছাড়া দেশের পোলট্রি সেক্টরে অসামান্য অবদান রেখে যাচ্ছেন নাহার এগ্রো গ্রুপ।
জানা গেছে, দেশের কৃষি তথা প্রাণিসম্পদ সেক্টরের উজ্জ্বল নক্ষত্র মোঃ রকিবুর রহমান টুটুলের নেতৃত্বে একদল দক্ষ কর্মী বাহিনীর ঐকান্তিক চেষ্টায় গড়ে ওঠা নাহার ডেইরি দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর ডেইরি ফার্ম।
ভোক্তা তথা শিশুদের মুখে খাটি দুধ তুলে দেওয়ার প্রচেষ্টা থেকেই নাহার ডেইরির জন্ম। সুস্থ ও মেধাবী জাতি গঠনে নিরাপদ আমিষ যোগানের কার্যক্রমকে জাতীয়ভাবে স্বীকৃতি পাওয়ায় রকিবুর রহমান টুটুলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাহার এগ্রো গ্রুপের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
রকিবুল রহমান টুটুল বলেন, নাহার ডেইরী এর এই অর্জন অনেক বড় পাওনা। আমার প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা, কর্মচারীর আন্তরিক সহযোগীতায় ডেইরী আইকন এর স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি।