আকরাম হোসাইন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে মহিপুর এলাকার গভীর রাতে বন্ধুর স্ত্রীকে শ্লীলতাহানীর চেষ্টায় রুবেল হোসেন (২৯), মোঃ শিলু (৩০), মোঃ ওবায়দুর রহমান (৩২) নামের তিন যুবককে আটক করে শেরপুর থানা। শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী নিজে বাদী হয়ে শেরপুর থানায় মামলা করে। আসামীদের বিকেল সাড়ে ৩টায় জেল হাজতে পেরণ করেছে।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার ৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় বাদিনী গাজীপুর সাইনবোর্ড এলাকার মামা মোঃ রজিবুল ইসলাম এর বাসা থেকে মামার সাথে বের হয়ে ঢাকা-বগুড়াগামী একতা বাসে শেরপুর থানাধীন মহিপুরস্থ নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা করে। রাত পৌনে ১২টায় মহিপুর স্ট্যান্ডে নেমে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা হলে মিন্টু মিয়ার মনোহারীর দোকানের সামনে ইট বিছানো রাস্তায় পৌঁছামাত্র মহিপুর বাজর এলাকার আব্দুস সামাদের ছেলে ও স্বামীর বন্ধু রুবেল হোসেন, মহিপুর কলোনী এলাকর হাফিজারের ছেলে করে রাখে ও বিভিন্নভাবে হয়রানী করতে থাকে। এ সময় বাদিনীর মা মেয়েকে নিতে এসে মেয়েকে অবরুদ্ধ অবস্থায় দেখে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে এবং আসামীদেরকে আটক করে।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মেয়েটি নিজে বাদী হয়ে মামলা করেছে মামলা নং-১২। এবং আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।