খোলাবার্তা২৪ ডেস্ক : মোস্তাফিজুর রহমান, কাটার-স্লোয়ার মাস্টার। দীর্ঘদিন নিজেকে হারিয়ে খোঁজা মোস্তাফিজুর রহমান মাঝে-মধ্যে যে জ্বলে ওঠেননি এমনটা নয়। ইনজুরিতে পড়ে ফর্মহীনতায় পাওয়া যাচ্ছিল না শুধু সেই চেনা ছন্দ। এবার বঙ্গবন্ধু টি-২০ কাপে সেই মোস্তাফিজকে অনেকেই তার শুরুর রূপে দেখলেন। দারুণ ধারাবাহিকতা বজায় রেখে খেলেছেন এবারের বঙ্গবন্ধু টি-২০ কাপ। হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

কাটার-স্লোয়ারে বোলিং বৈচিত্র্যে নিজেকেই যেন খুঁজে পেয়েছেন ‘দ্যা ফিজ’ ‘মোস্তাফিজ’।

এদিকে লিটন দাসকে মনে করা হয় দেশের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান। তারও ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছিলো। বঙ্গবন্ধু টি-২০ কাপে সেই ধারাবাহিকতার ছাপ রেখে হয়েছেন টুর্নামেন্টসেরা ব্যাটসম্যান।

মোস্তাফিজ ও লিটন দাসের সাথে এবার বঙ্গবন্ধু টি-২০ কাপে শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান, আফিফ হোসেন, আনিসুল ইসলাম, পারভেজ হোসেন ইমন-আকবর আলীদের মতো তরুণরাও প্রতিভার ঝলক দেখিয়েছেন। করোনার প্রকোপ দেখা না দিলে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে বঙ্গবন্ধু টি-২০ কাপ আয়োজনের পরিকল্পনাই হতো না।

সবাইকে জৈব সুরক্ষাবলয়ে রেখে বিসিবি পরীক্ষামূলকভাবে টুর্নামেন্টটি আয়োজন করেছে। দিনশেষে প্রত্যাশার চেয়েও বেশি লাভবান হয়েছেন ক্রিকেটাররা। স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিসিবিও।

দারুণ খুশি নির্বাচক দলের সদস্য হাবিবুল বাশার সুমন বলেন, ‘যে তিনটি সেঞ্চুরি হয়েছে সেগুলো তরুণ ব্যাটসম্যানরা করেছে। তরুণদের কয়েকজন দারুণ খেলেছে এখানে। কয়েকজন ব্যাটসম্যান ভালো করেছে, যাদেরকে টি ২০র উপযোগী করে গড়ে তোলা যায়। জাতীয় দলের বাইরের অনেক বোলার ভালো করেছে। এসব দারুণ ব্যাপার।’