রাজবাড়ী প্রতিনিধি : কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মঙ্গলবার দুপুরে রাজবাড়ীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিসহ অন্যান্যরা বক্তব্য দেন।
বক্তারা বঙ্গবন্ধুর নির্মানাধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানোসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা, থানা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের নেতা কর্মীবৃন্দ।