বগুড়া অফিস : মঙ্গলবার ৪ মে বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল হক ঠান্ডু মাষ্টারের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বগুড়া বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পিপি এডভোকেট এ কে এম সাইফুল ইসলাম, বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলী আজগর তালুকদার হেনা,বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ জহুরুল আলম, ফাপোর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সাবেক সভাপতি আব্দুল বাসেত সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী।