আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে বুধবার সকালে সূত্রাপুরস্থ চম্পা মহলে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি টিম লিডার ও ওর্য়াড বিএনপির আহবায়ক এবং যুগ্ম আহবায়কদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু
আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে বুধবার সকালে সূত্রাপুরস্থ চম্পা মহলে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি টিম লিডার ও ওর্য়াড শহর বিএনপির ২১ টি ওর্য়াডের আহবায়ক এবং যুগ্ম আহবায়কদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বগুড়া শহর বিএনপিরআহবায়ক মাহবুবুর রহমান বকুল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রেজাউল করিম বাদশা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, এ্যাড. শাহজাদী লায়লা, তৌহিদুল আলম মামুন, কেএম খায়রুল বাশার, এনামুল কাদির এনাম, শেখ তাহা উদ্দিন নাইন, সহিদ উন নবী সালাম, মাফতুন আহমেদ খান রুবেল, সাইদুজ্জামান শাকিল, মনিরুজ্জামান মনির, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ আজফারুল হাবিব রোজ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া শাখার সভাপতি এ্যাড. আজগর আলী, সাধারণ সম্পাদক এ্যাড. মোজ্জাম্মেল হক, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ বি এম মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, বগুড়া শহর বিএনপির ২১ টি ওর্য়াডের আহবায়ক এবং যুগ্ম আহবায়কসহ নেতৃবৃন্দ। – বিজ্ঞপ্তি