বগুড়া পলিটেকনিক্যাল কলেজের সাবেক অধ্যাপক আব্দুল হাকিম এর জানাজা নামাজ বৃহস্পতিবার বাদ যোহর কৈগাড়ি সিও অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়

বগুড়া অফিস : বগুড়া পলিটেকনিক্যাল কলেজের সাবেক অধ্যাপক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালুর বড় বোনজামাই এবং বগুড়া তহুরুন নেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের সাধারণ সম্পাদিকা মাহমুদা হাকিম এর স্বামী অধ্যাপক আব্দুল হাকিম ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃতকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুর পূর্বে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি কর্মজীবনে বগুড়া পলিটেকনিক্যাল কলেজের অধ্যাপক ছিলেন এবং তিনি সমাজসেবামূলক কর্মকান্ডে জড়িত ছিলেন।

মরহুমের জানাযা নামাজ বৃহস্পতিবার বাদ যোহর কৈগাড়ি সিও অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে ভাই পাগলা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাইন, ডাঃ বদিউজ্জামান, বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, সাহেদুজ্জামান সিরাজ বিজয়, এনামুল হক নতুন, জাহিদুল ইসলাম জাহিদ, ফারুক, মাহবুবুর রহমান, মমিনুর রশীদ সাইন, আরিফুর রহমান মজনু, জাহিদ, সোহাগ, মহব্বতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লীগণ।

জেলা বিএনপির শোক
অধ্যাপক আব্দুল হাকিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বগুড়া জেলা বিএনপি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বগুড়া পৌর মেয়র এ্যাড. একেএম মাহবুবর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, মাহবুবর রহমান বকুল, আহসানুল তৈয়ব জাকির, ডাঃ মামুনুর রশীদ মিটু, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, এ্যাড. শাহজাদী লায়লা, কেএম খায়রুল বাশার, সহিদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাইন, তৌহিদুল আলম মামুন, মীর শাহ আলম, এনামুল কাদের এনাম, ভিপি অধ্যাপিকা শামিমা আকতার পলিন, সাইদুজ্জামান শাকিল, মনিরুজ্জামান মনিরসহ নেতৃবৃন্দ।