বগুড়া অফিস : গত সোমবার রাতে হোটেল মম ইন লিমিটেড-এর সম্মেলন কক্ষে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে চেম্বার রপ্তানি ট্রফি-২০২১ প্রদান করা হয়েছে। চেম্বারের সদস্যভূক্ত রপ্তানিকারকগণ রপ্তানি বাণিজ্যে যারা অসামান্য অবদান রেখেছেন তাদেরকে বরাবরের ন্যায় এবারও ১৮টি প্রতিষ্ঠানকে বগুড়া চেম্বার রপ্তানি ট্রফি প্রদান করা হয়। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোঃ মাসুদুর রহমান মিলন সিআইপি সভাপতিত্ব করে।
তিনি বলেন যে, পূর্বে বাংলাদেশ আমদানি নির্ভরশীল হলেও বর্তমানে রপ্তানি বাণিজ্যে ব্যবসায়ীরা অসামান্য অবদান রেখে বিপুল পরিমাণ বৈদেশিক মূদ্রা অর্জন করছেন। এখন বাংলাদেশী পণ্য ইউরোপ আমেরিকায় প্রবেশ করছে। গত বছর রপ্তানিকারক হিসাবে তামিম এগ্রো ইন্ডাষ্ট্রিজ-কে ১ম রপ্তানিকারক, ওয়েষ্টার্ন এগ্রো প্রোডাক্টস লিঃ -কে ২য় ও হাসান জুট মিলস লিঃ-কে ৩য় হিসাবে নির্বাচন করা হয়। এছাড়াও রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদান রাখায় আরো ১৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে রপ্তানিকারকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আব্দুল আজিজ মিঞা, এটিএম শাফিকুল হাসান জুয়েল মোঃ শহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম।
এছাড়া শিল্পপতিদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া চেম্বারের সাবেক সভাপতি ও পাইকাড় জুট মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান পাইকাড়।
চেম্বার পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আবুল কালাম আজাদ , সহ-সভাপতি যথাক্রমে- মাফুজুল ইসলাম রাজ ও মোঃ এনামুল হক দুলাল এবং পরিচালকবৃন্দের মধ্যে টি এম আলী হায়দার, তৌফিকুর রহমান বাপ্পি ভান্ডারী, মোঃ সাইরুল ইসলাম, মোঃ পারভেজ হোসেন উজ্জল ও মোঃ আবু ওবায়দুল হাসান ববি।